বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে নেত্রকোনায় শুরু হয়েছে লিফলেট বিতরণ।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শাহ্ সুলতান রোড থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে কুরপাড়, নতুন হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সি. সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সৈয়দ জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক কিরন, এডভোকেট আবুল হাসেম, এডভোকেট আব্দুর রাজ্জাক, আমিনুল হক, আব্দুল আজিজ, এডভোকেট খলিলুর রহমান, এডভোকেট রোকন উদ্দিন, কামরুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম এলিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন