শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার পার্বতী পপি এবং দেবদাস ফেরদৌস

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাসের বিখ্যাত পার্বতী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পপি। আর দেবদাস চরিত্রে ফেরদৌস। কাঠগড়ায় শরৎচন্দ্র নামে একটি সিনেমায় পার্বতী ও দেবদাস চরিত্র দুটি তুলে আনা হয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন আরিফুর জামান আরিফ। ইভেন্ট প্লাসের ব্যানারে আগামী এপ্রিলে শূটিং শুরু হয়ে মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে। পরিচালক আরিফ জানান, এটি দেবদাসের রিমেক নয়। শরৎচন্দ্রের চারটি উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে আমার সিনেমার কাহিনী। এখানে শরৎচন্দ্রের প্রতিটা চরিত্রকে একটিকে আরেকটির মুখোমুখি করাবো। সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন হাশিম আখতার মো. করিম। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে। শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। শ্রীকান্ত উপন্যাসের গহর চরিত্রে আনিসুর রহমান মিলনকে দেখা যাবে। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নিরব ও তমা মির্জা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন