শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৮ম থিয়েটার অলিম্পিকে প্রাঙ্গণেমোরের নাটক ঈর্ষা

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর তাদের দর্শক নন্দিত নাটক ঈর্ষা নিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) আমন্ত্রণে ৮ম থিয়েটার অলিম্পিকে যোগদান করতে গতকাল ভারতে গেছে। বিশ্ব নাটকের এ বিশাল অনন্দ উৎসবে ঈর্ষা নাটকের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একটি ৮ মার্চ ত্রিপুরার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং অন্যটি ১০ মার্চ দিল্লির এলটিজি অডিটরিয়াম। ইতিপূর্বে নাটকটি কলকাতার নান্দীকার জাতীয় নাট্যোৎসব, বহরমপুর, শান্তিপুর, দিল্লিতে মঞ্চায়ন করে দর্শক নন্দিত ও প্রশংসিত হয়েছে। প্রাঙ্গণেমোরের ৮ম প্রযোজনা সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’ নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা এবং অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ। উল্লেখ্য নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যাপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন