বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদী থেকে একশ’ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
পাশাপাশি জাটকা পাচারে ব্যবহৃত একটি বোট (ইঞ্জিনচালিত ট্রলার) জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রলারটি জাটকাবোঝাই করে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আজ বুধবার সকাল ১০টার দিকে জব্দ হওয়া ট্রলারভর্তি জাটকাগুলো বরিশালের রসুলপুর এলাকায় কোস্টগার্ড কার্যালয়ে এনে মৎস্য বিভাগের উপস্থিতিতে গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন