শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তারের ‘কারণ’ জানালেন নৌমন্ত্রী

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ২:৫৮ পিএম

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করার ‘কারণ’ ব্যাখ্যা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নিরাপত্তার কথা বিবেচনা করেই বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে বলে মত দেন তিনি।

মন্ত্রীর অভিযোগ, বিএনপি তাদের কর্মসূচির নামে গণতন্ত্রের আন্দোলনের নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে।

আজ শুক্রবার সকালে মাদারীপুর শহরে এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খানের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে সরকারের কোনো হাত নেই। সরকার কখনই বিএনপির ওপরে কোনো হয়রানি করছে না। রাজনৈতিক উদ্দেশে বিএনপি এ অভিযোগ তুলেছে।

আইন তার নিজস্ব গতিতে চলবে জানিয়ে মন্ত্রী বলেন, আইনের বিধান রয়েছে, কোনো মামলার আসামি আদালতে হাজির না হলে তাঁদের পুলিশ গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার আসামিরা এখন আইনের মাধ্যমে জামিন নিয়ে আবার ফিরে আসবে।

বিএনপির ক্ষমতায় থাকার সময়ের কথা উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, ‘যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে পুলিশ দিয়ে পিটিয়েছিল। আমাদের ওপর পুলিশ হয়রানি করেছিল। নারী নেতাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে পুলিশ রাস্তায় নির্মমভাবে পিটিয়েছিল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৩৬ পিএম says : 0
Nau montri kotha bolen Ayn montrir,haire sonno sara proshashon
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন