নোয়াখালী ব্যুরো : আগামী ১৭ মার্চ রোজ শনিবার উপমহাদেশের বিশিষ্ট ওলীয়ে কামেল, পীরানে পীর, মহান আধ্যাত্মিক সাধক এবং ভারতের কলকাতাস্থ হাতিয়াড়া শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহ সুফি ফারওহা গাহ্মারী (রহ.) এর ৮২তম বাৎসরিক ওরস মজলিস অনুষ্ঠিত হবে। ঐদিন বাদ জোহর কোরআন বয়ান মজলিশ শুরু হবে এরপর বাদ এশা থেকে রাতব্যাপী একনাগাড়ে পবিত্র কোরআন বয়ান, তরজমা, রাসুল পাক (সা.) এর আগমন ও হায়াত মোবারকের উপর আলোকপাত, ওলী আউলিয়াদের জীবনীর উপর আলোচনা এবং মিলাদ মহাফিল শেষে বিশ্ব জাহানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচলনা করবেন সেফাতে হাসনাতি আঞ্জুমান, গাহমারী নগর, হাতিয়াড়া শরীফের গদ্দীনশীন পীরজাদা পীর সুফি ফজলুর রহমান হামিদ ফারওহা গাহমারী (মাওলানা) সাহেব। উল্লেখ্য, সুফি ফারওহা গাহমারী সাহেব ১৯৩২ সালে কলকাতার সন্নিকটে হাতিয়াড়া শরীফ প্রতিষ্ঠা করেন। ১৯৩৭ সাল থেকে চৈত্র মাসের প্রথম শনিবার হাতিয়াড়া শরীফে রাতব্যাপী বাৎসরিক উরসকূল (কোরআন বয়ান) মজলিস অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশ বিদেশের ধর্মবর্ণ নির্বিশেষে লাখ লাখ মুরীদান, ভক্ত ও আশেকান অংশগ্রহন করে আসছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন