মাহবুবে ছোবহানী,গাউছে ছমদানী হযরত শাহ্ মোহছেন আউলিয়ার (রা.আ.) বার্ষিক ওরশ শরীফ ৬ আষাঢ় মোতাবেক আগামীকাল বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটস্থ দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নানা কর্মসূচিসহ ব্যাপক আয়োজন করেছে দরগাহ পালা কমিটি। কোরআনখানি, ফাতেহা,জিকির ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হবে প্রধান দিবসের আনুষ্ঠানিকতা। ওরশ আয়োজনে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ওরশ উপলক্ষে দরগাহ পালা কমিটি ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাহফিল ও ফাতেহার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে দূর-দূরান্তের ভক্ত অনুরক্তরা ওরশে আসতে শুরু করেছে। বর্ণিল সাজে সেজেছে দরগাহ ও আশপাশের পুরো এলাকা। ওরশে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে আলেমগণের উপস্থিতি ভক্তদের মাঝে বাড়তি অনুপ্রেরণা সৃষ্টি করেছে। আনোয়ারা থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান,ওরশে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন