ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের কাছ থেকে ৪৮টি টাইফুন যুদ্ধবিমান কিনবে সউদী আরব। এ বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে তারা অস্থায়ী একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তিন দিনের ব্রিটেন সফরের শেষ দিনে এই চুক্তি হয়। যদি চুক্তিটি চূড়ান্ত রূপ পায় তাহলে তা হবে ব্রিটেনের বহুজাতিক প্রতিরক্ষা, নিরাপত্তা ও মহাকাশ বিষয়ক কোম্পানি বিএই সিস্টেমের জন্য এক বড় সুখবর। ব্রিটেনে এ কোম্পানিতে কাজ করেন প্রায় ৩৫ হাজার মানুষ। এখন প্রশ্ন সেখানে নয়। প্রশ্ন হলো ইয়েমেনে সউদী আরবের বোমা হামলায় রক্তে ভেসে যাছে ঊষর জমিন। সেখানে নিহত হছেন অসংখ্য বেসামরিক মানুষ। দেখা দিয়েছে চরম মানবিক সঙ্কট। ফলে এ সময়ে ব্রিটেনের সঙ্গে এমন যুদ্ধবিমান কেনার চুক্তির বিরুদ্ধে যুদ্ধবিরোধী প্রচারণা তুঙ্গে উঠতে পারে। সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেছেন, এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। গার্ডিয়ান, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন