বিনোদন ডেস্ক : ১ বৈশাখ উপলক্ষে প্রকাশিতক হতে যাচ্ছে সংগীত তারকা বাপ্পা মজুমদার নতুন একক অ্যালবাম। তার এবারের অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বোকাঘুড়ি’। নিজের সুর-সংগীত আয়োজনে বাপ্পা তার এবারের অ্যালবামটি সাজিয়েছেন ছয়টি ভিন্ন গানের সমন্বয়ে। তিনি বলেন, আমার সর্বশেষ অ্যালবাম ছিল ‘বেনানন্দ’। এটি ওস্তাদ সঞ্জীব চৌধুরীর জন্মদিনে তাকে উৎসর্গ করেছিলাম। আগামী বৈশাখে ‘বোকাঘুড়ি’ অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেব। রোমান্টিক ধাঁচের গান দিয়ে অ্যালবামটি সাজানো হলেও শ্রোতারা গানে ভিন্নতা পাবেন। আশা করছি, অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডার ব্যানারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন