বিনোদন ডেস্ক : ঈদে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম অভিনীত নাটকের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। বিশেষ করে তার কমেডি নাটকগুলো দর্শক বেশ উপভোগ করেন। বিষয়টিকে অনুধাবন করে এবারের ঈদে মোশারফ করিমকে নিয়ে কমেডি ফেস্টের আয়োজন করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। ঈদের সাত দিন প্রচার হবে মোশারফ করিম অভিনীত সাতটি একক নাটক। প্রতিটি নাটকেই থাকবে আলাদা চমক। সাতটি নাটকে মোশারফ করিমকে দেখা যাবে সাতটি ভিন্ন চরিত্রে। প্রতিটি নাটাই হবে কমেডির ঘরনার। যেমন ইমোশনাল কমেডি, অফিস কমেডি, হরর কমেডি ইত্যাদি। সাতটি নাটকের পরিচালক কারা হবেন এ ব্যাপারে কমেডি ফেস্টের পরিকল্পনাকারী, এশিয়াটিক মাইন্ড শেয়ার লিমিটেড এর হেড অফ কন্টেন্ট মারুফ রেহমান জানিয়েছেন, নাটকের নির্মাতা ও কলাকুশলী নির্বাচনের বিষয়টি শীঘ্রই জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন