বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শিল্পকলা একাডেমিতে স্থায়ী চিত্রশালার উদ্বোধন

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার স্থায়ী গ্যালারি উদ্বোধন উপলক্ষে তিন মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত ২৯ মার্চ বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় চিত্রশালার ২য় তলায় স্থায়ী গ্যালারির উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার দ্বিতীয় তলায় ১নং গ্যালারিতে ৯৬ জন শিল্পীর ১৪১টি পেইন্টিং ও ১০টি ভাস্কর্যসহ মোট ১৫১টি শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে তিন মাসব্যাপী প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, হাশেম খান ও সৈয়দ জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক জনাব উৎপল কুমার দাস। প্রদর্শনীতে স্থান পেয়েছ শিল্পী জয়নুল আবেদিনের ৪টি, সফিউদ্দিন আহমেদ ৪টি, আনোয়ারুল হক ২টি মোঃ কিবরিয়া ৩টি, আমিনুল ইসলাম ২টি, আব্দুর রাজ্জাক ৩টি, রশীদ চৌধুরী ২টি, মুর্তজা বশীর ৩টি, কাজী আব্দুল বাসেদ ৩টি, এস এম সুলতান ৪টি, দেলোয়ার ১টি, দেবদাস চক্রবর্তী ৩টি, কাইয়ুম চৌধুরী ৩টি, আবু তাহের ২টি, নিতুন কুন্ডু ১টি, সামসুল ইসলাম নিজামী ২টি, হামিদুর রহমান ১টিসহ আরও ৯৬ জনের শিল্পকর্ম। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং সরকারি ছুটির দিন ও শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন