শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইমরানের সভায় জুতা নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

এবার পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের প্রতি জুতা নিক্ষেপ করা হয়েছে। গত মঙ্গলবার তিনি গুজরাটে যখন এক জনসভায় বক্তব্য রাখছিলেন তখন জনতার ভিত থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে পিটিআইয়ের অন্য নেতা আলিম খানের বুকে । এতে বলা হয়, এর দু’দিন আগেও একই ঘটনা ঘটে। তখন ইমরান খান ফয়সালাবাদে একটি রাজনৈতিক র‌্যালিতে বক্তব্য দেয়ার জন্য গাড়ি থেকে নামেন।অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা করতেই তার দিকে জুতা ছুড়ে মারে একজন। ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তন্তর করা হয়। এরপর দ্বিতীয় ঘটনা হিসেবে ইমরান খানের ওপর ওই হামলা হয়। দ্বিতীয় ঘটনায় দেখা যায় ইমরান খান একটি মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বক্তব্য রাখছেন। তার পিছনে দলীয় নেতাকর্মীরা। এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন