দুই কোটিপতি ভাই আরিয়ান (বিবান ভাতেনা) আর রাজবীর (করণ ভাহি)। প্রসাধন সামগ্রীর ব্যবসা তাদের। তাদের প্রতিষ্ঠানের নতুন পণ্য বাজারজাত করা হবে। প্রচারের জন্য নতুন মুখ দরকার। আরিয়ান আর তার স্ত্রী রিশমা (ইহানা ধিলন) যখন খোঁজ করছে তখন ভোগী রাজবীর তাশাকে (উর্বশী রৌতেলা) নিয়ে আসে। দুই ভাইই তাশার প্রতি আকৃষ্ট হয়। স্বাভাবিকভাবেই রিশমার সঙ্গে আরিয়ানের সম্পর্কে ক্রমে বাধা পড়তে শুরু করে। দুই ভাইয়ের মধ্যেও দূরত্ব আর দ্বন্দ্ব বাড়তে থাকে। ব্যাপক খ্যাতি আর অর্থ দেখে তাশার আর কোনও খেয়াল নেই। দুই ভাইয়ের মাঝে বিরোধ যখন চরমে তখন তাদের বাবা বিক্রম (গুলশান গ্রোভার) আসে বিষয়টি মীমাংসা করার জন্য। কিন্তু সে কি পারবে এই সঙ্কট মেটাতে? তাশার নিয়তি কী? রিশমাই বা শেষ পর্যন্ত কী করবে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন