জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রেখে চরিত্রবান করে সঠিক মানুষে পরিণত করা যুব জমিয়তের দায়িত্ব। তিনি জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি প্রদান এবং পূর্ণ অধিকার দিয়ে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার দাবি করে কাঠমান্ডুতে মুসলমানদের নির্যাতনের সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি জানান। তিনি গতকাল সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মাওঃ শারফুদ্দীন ইয়াহইয়ার সভাপতিত্বে ও গোলাম মাওলার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওঃ জহিরুল হক ভূঁইয়া, মাওঃ জুনাইদ আল হাবিব, যুগ্ন মহাসচিব মাওঃ এ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, মাওঃ তাফাজ্জুল হক আজিজ, মাওঃ ওবায়দুল্লাহ্ ফারুক, মাওঃ শুয়াইব আহমেদ, ইউকে জমিয়ত নেতা মাওঃ নূরে আলম হামিদী, মাসিক মদিনার সম্পাদক ড. মাওঃ আহমাদ বদরুদ্দীন খান, মাওঃ আখতারুজ্জামান তালুকদার, মাওঃ জিয়াউল হক কাসেমী, মুফতী জাবের কাসেমী, রুহুল আমিন নগরী, ইসহাক কামাল।
মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ইসলামের কোন বিষয়ে বিতর্কের নামে বিভক্তির দিকে যাওয়া যাবে না। ইসলামের উপর কোন আঘাত আসলে যুব জমিয়তকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, পাঠ্যসূচী নিয়ে এখনো চক্রান্ত চলছে। কঠিন এই চক্রান্ত প্রতিহত করতে রাজপথে নামার প্রস্তুতি রাখতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন