শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

থ্রি স্টোরিজ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মুম্বাইয়ের ঘিঞ্জি এলাকার একটি তিনতলা বাড়িকে ঘিরে তিনটি কাহিনী। এর প্রথম অধ্যায় সেই বাড়ির মালিক আন্টি ফ্রোরি’র (রেনুকা শাহানে)। সে আকাশ ছোঁয়া দামে পুরনো সেই বাড়িটি বিক্রি করতে চায়। বিকাশ নায়েক (পুলকিত সম্রাট) নামে এক ব্যবসায়ী বাড়িটি কেনার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু স্নেহপরায়ণ ফ্লোরির অতীতে কিছু ঘটনা জেনে সে স্তম্ভিত হয়ে যায়। এর পরের গল্প সেই বাড়ির এক ভাড়াটে বর্ষার (মাসুমেহ মাখিজা)। বর্ষা যখন তার মদ্যপ স্বামীর সঙ্গে ঘর করার ব্যাপারে সংগ্রাম করছে তখন তার পুরনো প্রেমিক শঙ্কর এসে উপস্থিত হয়। শঙ্কর একই বাড়িতে তার এক পড়শীর স্বামী। তৃতীয় গল্প মালিনী (আলিশা আহমেদ) নামে এক হিন্দু তরুণীর যে সোহেল (অঙ্কিত রাথি) নামের এক মুসলমান তরুণের প্রেমে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন