বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে বিএনপি। এখন থেকে ব্রিটিশ কুইনস কাউন্সেল এবং হাউজ অব লর্ডস এর মেম্বার লর্ড কারলাইল খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ তার বিরুদ্ধে থাকা ৩৬টি মামলা পরিচালনা, পরামর্শ ও সহযোগিতা করবেন। আজ বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা যায়, আইন পেশায় লর্ড কারলাইলের সিরিয়াস ক্রিমিনাল মামলায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। একই সাথে তিনি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ লন্ডন এর চেয়ারম্যান, ২৮ বছর খণ্ডকালীন বিচারক হিসেবে হাই কোর্ট অব জাস্টিস এ কাজ করেছেন।এছাড়া তিনি সাবেক এমপি, ব্রিটেনের টেরোরিজম লেজিসলেশন এর ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার ছিলেন ৯ বছর এবং ন্যাশনাল সিকিউরিটিতেও কাজ করেছেন।
লর্ড কারলাইল এই মামলা গ্রহণ করে বলেন, আমি মামলাটি পড়েছি এবং এর পদ্ধতি ও ফেয়ারনেস নিয়ে আমি কনসার্ন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন