শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কাবুলে নওরোজ উৎসবে বোমায় নিহত ২৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার কাবুলের একটি মাজারের কাছে চালানো এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। কাবুলের বাসিন্দারা ফার্সি নববর্ষ নওরোজ উৎসবের ছুটি পালনকালে হামলাটি চালানো হয়। কাবুলের কার্ত ই সাকি মাজারের কাছে এক বোমারু বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছেন আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি। এর আগেও এই মাজারটি লক্ষ্য করে কয়েকবার হামলা চালিয়েছিল জঙ্গিরা। নগরীর প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত শিয়া সমপ্রদায়ের মাজারটি থেকে লোকজন বের হয়ে আসার সময় হামলাটি চালানো হয়। প্রাচীন পারসিক উৎসব নওরোজ বসন্তের শুরুতে উদযাপিত হয়। পুরো আফগানিস্তানজুড়ে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। কিন্তু দেশটির কিছু কট্টরপন্থি গোষ্ঠী এই উৎসবকে অনৈসলামিক বলে বিবেচনা করে। টোলো নিউজ জানিয়েছে, বুধবার রাজধানীর পিডি৩ এলাকায় ওই বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকে টোলোনিউজের সাংবাদিক জানিয়েছেন হতাহত অনেকেই ঘটনাস্থলে পড়ে আছে ধারণা করা হচ্ছে সেখানে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন