বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা ‘শঙ্খচিল’ মুক্তি পাবে ১৪ এপ্রিল। একসঙ্গে বাংলাদেশ ও কলকাতায় সিনেমাটি মুক্তি পাবে। কলকাতার পরিচালক গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। তাদের মেয়ের ভ‚মিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী অনুম রহমান খান (সাঁঝবাতি)। আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ। শঙ্খচিলের চিত্রায়ন হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে। ‘শঙ্খচিল’ ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প। এটি কোন দেশভাগের গল্প নয়, দেশভাগের স্মৃতির গল্প। বাংলাদেশের এক স্কুল শিক্ষকের পরিবারকে কেন্দ্র আবর্তিত গল্পটি ধীরে ধীরে দেশভাগ ও দুই বাংলার মানুষের জীবনের ওপর এর প্রভাবকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এদিকে সিনেমাটি মুক্তির আগেই ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে। গত ২৮ মার্চ এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়। পুরস্কার হিসেবে চলচ্চিত্রটি পাচ্ছে নগদ ১ লাখ রুপি ও সম্মাননা ক্রেস্ট ও সনদ। চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়, ভারতে নিয়ম হলো ডিসেম্বরের মধ্যে কোনো ছবি সেন্সর ছাড়পত্র পেলে তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। ‘শঙ্খচিল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড থেকে ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্র থেকে হাবিবুর রহমান খান এবং ভারতের এন আইডিয়াজ থেকে প্রসেনজিত চট্টোপাধ্যায় ও মৌ রায় চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন