বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের টেলিভিশন নাট্যকারদের সংগঠন ‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর প্রথম সম্মেলন। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লেখক ও শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করা হবে। নাট্যকারদের স্বার্থ সংরক্ষণ ও আত্ম উন্নয়নের লক্ষ্যে টেলিভিশন নাট্যকার সংঘ আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন ‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক মেজবাহউদ্দীন সুমন। উল্লেখ্য, টেলিভিশন নাট্যকার সংঘের সদস্য হতে হলে টেলিভিশনে যে কোন নাট্যকারের অন্তত ৩টি খÐ নাটক/টেলিফিল্ম অথবা একটি ধারাবাহিক নাটক প্রচারিত হতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন