বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এটিএনে আজ প্রচার হবে ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট গ্র্যান্ড ফিনালে

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রচার হবে আজ রাত ১০টার সংবাদের পর এটিএন বাংলায়। ২০ মার্চ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ড্যানিশ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরা। জমকালো গ্র্যান্ড ফিনালে সাজানো হয় দেশের খ্যতনামা শিল্পীদের পারফর্মেন্স আর নানা আয়োজনে। ‘শূন্য থেকে আসে প্রেম’ গানে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নিপুণের নৃত্যে মেতে ওঠে দর্শক। এরপর পারফর্ম করেন চিত্রনায়িকা পপি। পপির পর মঞ্চে উঠেন ক্লোজআপ তারকা সালমা। এরপর অনেকটাই চমকের মতো ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানে মঞ্চ মাতিয়ে তোলেন অনন্ত জলিল। অনন্তর দুর্দান্ত পারফরম্যান্সের পর মঞ্চে উঠেন কণ্ঠশিল্পী কণা। তবে তিনি গান গাওয়া থেকে শুরু করে নাচের তালে মঞ্চ মাতান। এসব পারফরম্যান্সের মাঝে মাঝে চলতে থাকে মূল প্রতিযোগীদের পারফরম্যান্স। নাচে-গানে তারাও মঞ্চ মাতাতে থাকেন। ‘চাই না মেয়ে তুমি অন্য কারো হও’ গানে মঞ্চ মাতান হৃদয় খান। সুর তুলতে তুলতে তিনি মঞ্চে টেনে তোলেন পপি ও অনন্ত জলিলকে। গানের তালে তারাও নাচতে থাকেন। এভাবে একে একে ট্যালেন্ট হান্টের শিল্পীদের পারফরম্যান্স এবং খ্যাতনামা শিল্পীদের পারফরম্যান্স চলতে থাকে। মঞ্চে আরও পারফর্ম করেন রবি চৌধুরী, দিঠি আনোয়ার প্রমুখ। সব মিলিয়ে নাচে গানে ভরপুর ছিল ‘ট্যালেন্ট হান্ট গ্র্যান্ড ফিনা’লে পর্ব। সবার পারফরম্যান্স শেষ হলে ঘোষণা করা হলো বিজয়ীদের নাম। ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্টের এবারের বিজয়ীরা হলেন নায়ক ক্যাটাগরিতে শাহেদ, সাব্বির। নায়িকা ক্যাটাগরিতে সারা, মাহিন। খলনায়ক ক্যাটাগরিতে রাসেল, রিয়াজ, নিক্সন, মিল্টন। কমেডি ক্যাটাগরিতে ডাঃ প্রিন্স, এ্যানি। শিশু ক্যাটাগরিতে এষা, রুশদী। বাবা-মা ক্যাটাগরিতে এস ইসলাম, ইউসুফ আলী, তৃপ্তি, উম্মে সালমা। সহশিল্পী ক্যাটাগরিতে অং মারমা, নাশা, লাকি, মাসুদ রানা, মেহেদি, নিরব এবং আরমান। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, অনন্ত জলিল ও বর্ষা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দেবাশীষ বিশ্বাস এবং আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন মুকাদ্দেম বাবু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন