চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে আজ মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা।
সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দলের পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে দলের সিনিয়র নেতারা বৈঠকে বসবেন।
বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান শায়রুল কবির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন