শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বিএনপির ৩ নেতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১১:৪১ এএম | আপডেট : ২:৩৭ পিএম, ২৭ মার্চ, ২০১৮

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নজরুল ইসলাম খানের নেতৃত্ব বৈঠক করছেন বিএনপির তিন নেতা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু রয়েছে। বৈঠকে থাকা অন্য দুই বিএনপি নেতা হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

জানা গেছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বিএনপির তিন নেতা।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চেও একই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে তিনবারই দলটিকে অনুমতি দেয়নি পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রায়ের দিন বিকাল থেকে সাবেক এ প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Adv.S.M Saiful Muzahid ২৭ মার্চ, ২০১৮, ১২:১৭ পিএম says : 0
এতদিন পরে লাইনে আসছে বিএনপি। বিএনপি আস্তে আস্তে সরকারের সাথে আতাত করবেই এবং সেটি অবশ্যই খালেদা ম্যাডাম ছাড়াই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন