ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউরোপ যদি তার সম্প্রসারণ নীতি থেকে তুরস্ককে বাদ দিয়ে দেয়, তবে তারা বড় ধরনের ভুল করবে। তাদের (ইউরোপীয় ইউনিয়ন) উচিৎ তুরস্ককে সমর্থন করা। আমরা একটি কঠিন সময় পার করছি। তিনি আরও বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি। এ কাজের ইউরোপের উচিৎ হবে আমাদের সহযোগিতা করা। বুলগেরিয়ার শহর ভারনায় তুর্কি-ইইউ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান কেবল সিরীয় ও তুরস্কের নিরাপত্তাই নিশ্চিত করবে না, তা ইউরোপকেও নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে যাবে। তিনি বলেন, এই স্পর্শকাতার বিষয়ে এখন আমরা ইউরোপের সমর্থন চাচ্ছি। অযথা সমালোচনা কিংবা গলাবাজি না করে তাদের উচিত আমাদের সমর্থনে এগিয়ে আসা। এতে ইউরোপ ও তুরস্কের মধ্যে আস্থা ফিরে আসবে বলে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট, আশা করছি সঙ্কটগুলো পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। সূত্র : আনাদলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন