শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তাহমিনা আফরিনের মিউজিক ভিডিও হৃদয় ছুঁয়েছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নতুন মিউজিক ভিডিও নিয়ে ফিরেছেন কন্ঠশিল্পী তাহমিনা আফরিন। ‘হৃদয়’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে ই-মিউজিক। গানটি তাদের নিজস্ব চ্যানেলে মুক্তি দিয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান। এরইমধ্যে গানটি ভালো সাড়া জাগিয়েছে। লাকী আখন্দের সুর সংগীতে গানটি লিখেছেন খুরশীদ আনোয়ার। এই বিষয়ে তাহমিনা আফরিন বলেন, ‘আমার সৌভাগ্য লাকী আখন্দ স্যারের সুরে শেষ গান নিয়ে একটি অ্যালবাম করতে পেরেছি। ‘হৃদয়পুড়ে’ অ্যালবামের হৃদয় গানটি প্রকাশের পর থেকে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছি। সবার দোয়ায় আমার গানগুলো আগামীতে আরো ভালো জায়গায় পৌঁছাবে বলে আমি আশাবাদী। উল্লেখ্য, তাহমিনা আফরিনের প্রথম অ্যালবাম হাটটিমাটিম প্রকাশ হয়েছিল ২০০১ সালে মনন কমিউনিকেশন থেকে। সম্প্রতি দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়পুড়ে’ প্রকাশ পেয়েছে। তৃতীয় অ্যালবাম নজরুল সঙ্গীতের গান নিয়ে তৈরি হয়েছে, শিঘ্রই এটি প্রকাশিত হবে। দুটি মিক্সড অ্যালবামেও গান করেছেন তিনি। যা লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল। তাহমিনা আফরিন টেলিভিশনে নিয়মিত গান করছেন। বেতার টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী তিনি। তার বাবা খুরশীদ আনোয়ার একজন গীতিকার ও কবি। পারিবারিক আবহ থেকে তার গানের চর্চা শুরু হয়েছিল স্কুল জীবনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন