গত মাসে দুটি ইসরাইলি এফ-৩৫ জঙ্গি বিমান ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছিল। এ সময় ইরানের কয়েকটি শহরে কয়েকটি স্থাপনাকে লক্ষ্যবস্তু ধরে আকাশে চক্কর দেয় ইসরাইলি জঙ্গি বিমান। পারমাণবিক শক্তি সংক্রান্ত স্থাপনা বলে মনে করা হয় এমন কয়েকটি স্থাপনার ওপরেও তারা চক্কর দিয়েছে। কুয়েতভিত্তিক সংবাদপত্র আল জারিদাতে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়ায় ইরানের ঘাঁটিসহ অন্যান্য স্থাপনায় হামলা চালানোর পর এবার ইরানের আকাশ সীমায় ইসরাইলের এভাবে বিমান পাঠানোর ঘটনা মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে। জেরুজালেম পোস্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন