কনকচাঁপার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ টাঙ্গাইলের মধুপুর উপজেলার নতুন ইউনিয়ন বেরিবাইগ’র দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের ‘আলোর ভুবন আদর্শ বিদ্যালয়’-এ প্রতিষ্ঠিত হলো ‘কন্ঠশিল্পী কনকচাঁপা গ্রন্থাগার’। বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির উদ্যোগী হয়ে ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর কনকচাঁপার নামে এই গ্রন্থাগার প্রতিষ্ঠিত করেন। জাহাঙ্গীর কবির কনকচাঁপা’র ‘আমাদের খেলাঘর ইসকুল’র একজন শিক্ষার্থী। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ জাহাঙ্গীর এই গ্রন্থাগার প্রতিষ্ঠিত করেন। তবে জাহাঙ্গীর কনকচাঁপা’র নামে গ্রন্থাগার প্রতিষ্ঠার বিষয়টি জানান দেন গত সপ্তাহে তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে। বিষয়টি কনকচাঁপাকেও বেশ পুলকিত করেছে। কনকচাঁপা বলেন, ‘আমার নামে দেশের যে প্রান্তেই হোক একটি গ্রন্থাগার আছে, এটা যখনই ভাবি তখনই মনে অন্যরকম ভালো লাগা ছুঁয়ে যায়। আমি কন্ঠশ্রমিক, গান গাই, গান গেয়ে দর্শকের ভালোবাসা পাই। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। কিন্তু আমার নামে কোথাও গ্রন্থাগার প্রতিষ্ঠিত করার বিষয়টি আমাকে অবাক করেছে, আনন্দ দিয়েছে। এই ভালোবাসা আসলে কোন কিছুর বিনিময়ে পাওয়া যায়না। আমি কৃতজ্ঞ জাহাঙ্গীরসহ যারা এর নেপথ্যে কাজ করেছেন। তাদের অনেকেই আমাকে মা ডাকেন। কিন্তু মাঝে মাঝে ভাবি, তাদের মা হবার মতোই কী আমি একজন? নাকি আমাকে আরো গড়ে তুলতে হবে! ইচ্ছে আছে সময় করে একদিন সেই গ্রন্থাগারটি দেখতে যাবার। তিনি বলেন, আমাকে যারা বিভিন্ন সময়ে বই দেয়ার আগ্রহ প্রকাশ করেন, তারা চাইলে এই গ্রন্থাগারের জন্য বই দিতে পারেন। আমি চাই, সেই এলাকার মানুষ এই বই পড়ে আরো আলোকিত হোক।’ জাহাঙ্গীর কবির জানান, ২০০৮ সালে ‘আলোর ভুবন আদর্শ বিদ্যালয়’ আয়নাল, আকবর, হাকিম ও লিটন মিলে প্রতিষ্ঠা করেন।
ছবিঃ কনক চাঁপা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন