শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে বিভিন্ন আয়োজন

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনে উদযাপন করা হবে দিবসটি। এবারের ¯ে¬াগান ‘ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) তত্ত¡াবধানে দিবসটিতে থাকছে বর্ণিল আয়োজন ও কর্মসূচি। উদযাপন কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আজ দিনব্যাপী কর্মসূচিতে থাকছে শোভাযাত্রা, সেমিনার স্মরণিকা প্রকাশ, লাইভ টকশো, রেড কার্পেট সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়স্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানান, সকাল ১০টায় এফডিসি চত্বরে চলচ্চিত্র দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও সচিব মরতুজা আহমদ। বেলা ১১টায় শুরু হবে সেমিনার। সেমিনারের বিষয় হচ্ছে-দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহ : বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও উত্তরণের উপায়। এতে প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশ নেবেন মুশফিকুর রহমান গুলজার, কাজী হায়াৎ, আব্দুল আজিজ, ইফতেখার উদ্দিন নওশাদ, মোহাম্মদ হোসেন জেমী, খোরশেদ আলম খসরু, মহিউদ্দিন ফারুক এবং এ জে এম শফিউল আলম ভ‚ঁইয়া। ৮ নম্বর শুটিং ফ্লোরে অনুষ্ঠিতব্য সেমিনারে সভাপতিত্ব করবেন তপন কুমার ঘোষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন