বিনোদন ডেস্ক : জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ নদ্দিউ নতিম ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। আগামী ৭ এপ্রিল নাটকটির ৭ম প্রদর্শনী লাকি সেভেন শিরোনামে সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম, সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত। গত বছর ৩০ অক্টোবর নদ্দিউ নতিম নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নাটকের কবি চরিত্রে রূপ দান করেছে আসাদুল ইসলাম, মুনা চরিত্রে সোনিয়া হাসান এবং কমলের চরিত্রে মেঘদূত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন