শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের নাটকের শূটিংয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন মোশাররফ করিম

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ঈদের তিন নাটকের শূটিং করার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন। তার সাথে যাচ্ছে তার স্ত্রী অভিনেত্রী জুঁই। ৬ এপ্রিল মালয়েশিয়ান একটি এয়ারলাইনসের বিমানে তারা রওনা দেবেন। নাটক তিনটির মধ্যে রয়েছে সজীব আহমেদের বিউটি ছড়িয়া, শিমুল শিকদারের অঘটন এবং অ্যানি সাবরিনার তোমায় ভালোবাসি। ৮ এপ্রিল থেকে নাটকগুলোর শুটিং শুরু হবে। শূটিং হবে সিডনির বিভিন্ন লোকেশনে। আসছে ঈদুল ফিতরে নাটকগুলো বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। শূটিং শেষে ১৫ এপ্রিল মোশাররফ করিম দেশে ফিরবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
shaheen ২৭ মার্চ, ২০১৮, ১১:০০ পিএম says : 0
thanks mosharraf karim vai, good luck upcoming natok. i see for your every natok
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন