শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাগি টু

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নেহা (দিশা পাটানি) একসময় ছিল রনির (টাইগার শ্রফ) প্রেমিকা। অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের ছাড়াছাড়ি হয়। রনি সেনাবাহিনীতে যোগ দিয়ে একজন দুর্ধর্ষ সেনাতে পরিণত হয়। একদিন নেহা দুই গুন্ডা দ্বারা আক্রান্ত হয়, তারা তার কন্যা রিয়াকে অপহরণ করে। নেহা তার স্বামী আর পুলিশ খোঁজ করা শুরু করলেও রিয়ার সন্ধান পেতে ব্যর্থ হয়। এমনকি রিয়ার অস্তিত্ব ছিল এমন কোনও প্রমাণও নেই। সব কিছুতে ব্যর্থ হয়ে নেহা রনির সঙ্গে যোগাযোগ করে। তদন্তের জন্য রনি গোয়া এসে পৌঁছে। প্রাথমিকভাবে সে আবিষ্কার করে রিয়ার কোনও অস্তিত্বই নেই। অন্য এক লোক রিয়ার পিতৃত্বের দাবি করলে রনির সন্দেহ হয় নেহা আদৌ রিয়ার মা কিনা। কিন্তু রনিও হাল ছাড়ার পাত্র নয়। গোয়ার অলিতে গলিতে সম্ভাব্য সব অপরাধচক্রের আস্তানায় হানা দেয়া শুরু করে সে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন