শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জুয়া খেলা অবস্থায় ১৭ জন আটক

৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে জুয়াড়ি গুরুতর জখম

চাঁদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে ১৭ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়ারী পালবাজারের কসাই আকবর হোসেন(৪২)পুলিশের হাত থেকে রক্ষায় ভবনের ৪র্থ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে হাত, পা ও কোমর ভেঙ্গে মারাত্বকভাবে আহত হয়। তাৎক্ষনিক তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক রাতেই গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমসহ বিভিন্ন রুম থেকে ‘ওয়ান টেন’ নামক জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ এলাকার ব্যবসায়ীরা জানান, আটককৃতদের মধ্যে দুলাল হোসেন, মো. সোহেল, বিল্লাল হোসেন বিপুল, মো. জসিম উদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃপক্ষের কাছ থেকে খেলার নাম করে রাতে হলরুমসহ বাকী রুমগুলো ভাড়া করে আসছেন। দুই বছর আগ থেকে এখানে ওয়ান-টেন, সুঁই, কাটা-কাটিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা চলমান। ১৭জনকে আটকের সময় আরো প্রায় ৭০জন জুয়ারি ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ছাদে উঠিয়ে সিঁড়িতে তালা লাগিয়ে দেয়া হয়। পুলিশ চলে যাওয়ার পর তারা সব বেরিয়ে আসে। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২৭ হাজার ২শ’ ৫টাকা উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন