দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়ী কে আটক করে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, আজ রবিবার ভোর তার নেতৃত্বে টহল টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে পৌর এলাকার দেবিপুর মহল্লার সুনিল সিং এর পুত্র বাবুসিং(২৯),মোজাফ্ফর রহমানের পুত্র রফিকু্ল ইসলাম(৩২),নজর উদি্দনের পুত্র মাহাবুল হোসেন(৫৭),আব্দুল মালেক পুত্র জাহাঙ্গীর আলম(৪২),নজর উদ্দিন এর পুত্র মকবুল হোসেন(৫৫),আব্দুল ওহাব পুত্র বাবুল হোসেন(৫৪),কৃষ্ঠ ঠাকুর এর পুত্র খোকন ঠাকুর (৩০),খায়রুল আলমের পুত্র মশিউর রহমান(৩৫),আলাউদ্দিনের পুত্র আনোয়ার হোসেন(৩৭),রিয়াজ এর পুত্র ইয়াছিন আলী (৪০),মুত মনির মন্ডলের পুত্র মতিয়ার রহমান(৩৫),সারঙ্গ পুর গ্রামের আব্দুল মালেক এর পুত্র আনেয়ার হোসেন (৩৮) আটক করে। আটক জুয়াড়ীদের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা,তিনটি মটর সাইকেল সহ জুয়া খেলার সরঞ্জম উদ্ধার করে।আটক ১২ জুয়াড়ীকে দিনাজপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন