শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে ফুটবল একাডেমিতে জুয়ার আসর আটক ১৯

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৮:২৯ এএম

নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির’ কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পৌনে সাত লাখ টাকাসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়ার আসর বসার খবর পেয়ে মঙ্গলবার রাতে এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতার ১৯ জন হল- ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম(৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল(৩৫), জসীম উদ্দীন(৩৮), রুবেল উদ্দীন (৩২) এবং এমরান উদ্দীন(৫০)। নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফুটবল ট্রেনিং একাডেমিতে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। আমরা জানতে পেরেছি, প্রতিদিন সেখানে জুয়ার আসর বসে। ভবনের ছাদে, প্রবেশমুখে, গলিপথে ট্রেনিং একাডেমির নিজস্ব লোকজন থাকে। তারা মূলত পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে। আবার অফিসের ভেতরে নিজস্ব লোকজন দিয়ে জুয়াখেলা পরিচালনা করে।
জুয়ার আসর থেকে ৮ প্যাকেট তাস এবং নগদ ৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন।
তবে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির পরিচালনা পরিষদের এক কর্মকর্তার দাবি এখানে কখনোই জুয়াখেলা হয় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md.Shakil ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৫ পিএম says : 0
ok
Total Reply(0)
Md.Shakil ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৪ পিএম says : 0
হয়
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন