শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিল্পকলা একাডেমিতে ফ্রেন্ডশিপ আর্ট শো

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউডা, গেøারিয়া ফাউন্ডেশন ও রিনরী ইন্সটিটিউট অব অ্যাথিকস এর আয়োজনে জাপানের শিল্পী সাকামতো, ইউডা চারুকলা বিভাগের ২১ জন শিক্ষক, গেøারিয়া ফাউন্ডেশনের সংস্কৃতি সম্পাদক এফ রহমান ভুটান এবং গেøারিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের শিশুদের আঁকা শিল্পকর্ম নিয়ে ১ থেকে ৭ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৩য় তলায় ২নং গ্যালারিতে ‘বাংলাদেশ এন্ড জাপান ফ্রেন্ডশিপ আর্ট শো’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে জাপানের শিল্পী সাকামতোর শিল্পকর্মসহ জাপানের ৫০টি শিল্পকর্ম, ইউডার ২১ জন শিক্ষকের ২১টি শিল্পকর্ম, গেøারিয়া ফাউন্ডেশনের সংস্কৃতিক সম্পাদক এফ রহমান ভুটানের ১টি শিল্পকর্মসহ মোট ৭২টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে এছাড়া গেøারিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের শিশুদের আঁকা ৭০টি চিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ইউডার চারুকলার শিক্ষকবৃন্দ হলেন যথাক্রমে প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ, কানিজ সোহানী ইসলাম, হাসান আশিক, মাহবুব হাসান খান, উত্তম কুমার সাহা চক্রবর্তী, শর্বরী রায় চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ, এ আর রুমি, এ এইচ ঢালী তমাল, মোঃ সাবিল ওসমান, গুলশান হোসেন, মোঃ মাহবুব আলম, মোঃ পারভেজ, মোহাম্মদ শাহজাদা, মোঃ রাশেদ কামাল, তানজীল হোসেইন মইন রোনেট, হুমাইরা জাহান, নিয়ামুল কাদিম লোটাস, এস এম এহসান ও মোঃ কামরুজ্জোহা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন