শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ক্রিকেটার আজহারের ভূমিকায় এমরান হাশমিই ছিলেন প্রথম বাছাই

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভারতের ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনের একটি অংশ নিয়ে চলচ্চিত্র ‘আজহার’ এখন নির্মাণের শেষ পর্যায়ে আছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন এমরান হাশমি। চলচ্চিত্রটির প্রযোজক একতা কাপুর জানিয়েছেন এই ভূমিকায় এমরানই ছিলেন তার একমাত্র পছন্দ। তিনি বলিউডের খানদের একজনকে নিয়েও চলচ্চিত্রটি নির্মাণ করতে পারতেন। কিন্তু এমরানকেই তিনি পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’ চলচ্চিত্রটিতে একসময়ের বিতর্কিত এবং ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে জনপ্রিয় ক্যাপ্টেনদের অন্যতম আজহারউদ্দিনের উত্থান আর পতনের গল্প বলা হয়েছে, এছাড়া এতে তার পারিবারিক বিপর্যয় এবং বলিউড তারকা সঙ্গীতা বিজলানির সঙ্গে তার রোমান্স ও পরবর্তীতে বিয়ের গল্পও এতে বলা হয়েছে। “আমার মনে হয় এমরান অসাধারণ অভিনেতাদের একজন। তিনি বিনয়ী মানুষ। এটি বিতর্কিত কিন্তু ভালমনের একজন মানুষের জীবনী চলচ্চিত্র যিনি মানুষের ভালবাসা পেয়েছিলেন। এই ভূমিকায় খানদের একজন বা এমরানকে নিতে হত। আমি এমরানকে বেছে নিয়েছি,” একতা বলেন।
চলচ্চিত্র এবং টিভি মাধ্যমে দক্ষ ও সৃজনশীল বিপণনের জন্য খ্যাত একতা জানিয়েছেন প্রথমে তিনি চলচ্চিত্রটি ক্রিকেটারদের দেখাতে চান।
“প্রাথমিকভাবে আমরা চলচ্চিত্রটি যত বেশি সম্ভব ক্রিকেট খেলোয়াড়কে দেখাতে চাই। চলচ্চিত্রটি ক্রিকেট নিয়ে। একজন ক্রিকেটার ভাল করলে কী হয় আর একটি খেলায় ভুল হয়ে গেলে কী ঘটে তা নিয়ে এর কাহিনী,” একতা বলেন।
‘আজহার চলচ্চিত্রটিতে এমরান ছাড়া অভিনয় প্রাচী দেশাই, নারগিস ফাকরি, লারা দত্ত এবং গৌতম গুলেটি। বালাজি মোশন পিকচার্স, সোনি পিকচার্স নেটওয়ার্ক এবং ইন্ডিয়ানা ফিল্ম লিমিটেডের ব্যানারে ১৩ মে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন