স্টাফ রিপোর্টার : মাঝে বেশ কয়েকটা বছর অভিনয়ে অনিয়মিত ছিলেন ২০০৪’র ‘লাক্স আনন্দধারা’ প্রথম রানার্স আপ তারকা তানজিকা। তানজিকা যে সময়ে লাক্স তারকা হয়েছিলেন সেই সময়ের চ্যাম্পিয়ন তারকা এবং সেকেন্ড রানার্স আপ তারকার কেউই এখন কাজ করছেন না। ২০০৪ সালে তানজিকা দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন ‘বকুল ফুলের মালা’ চলচ্চিত্রে। ছোটপর্দায় তার অভিনয়ে যাত্রা শুরু হয় শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘স্পর্শের বাইরে’ অভিনয়ের মধ্যদিয়ে। চলতি সময়ে বেশকিছু প্রচার চলতি ধারাবাহিক নাটকে কাজ করার পাশাপাশি তানজিকা কাজ করছেন নতুন তিনটি ধারাবাহিক নাটকে। বদরুল আনাম সৌদ’র ‘অন্তর্যাত্রা’, সুমন আনোয়ারের ‘গø্যামার ওয়ার্ল্ড’ এবং মোস্তফা কামলা রাজের ‘নয় ছয়’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। তিনটি নাটকেই তিনি তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন। তবে ‘গø্যামারওয়ার্ল্ড’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন একজন সাংবাদিকের ভূমিকায়। তানজিকা বলেন, ‘নতুন তিনটি ধারাবাহিকের গল্প এক কথায় অসাধারণ। দর্শক মুগ্ধ হবার মতোই গল্প। সুমন আনোয়ারের ধারাবাহিকে আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছি, বেশ উপভোগ করছি চরিত্রটি। পাশাপাশি অন্য ধারাবাহিকের চরিত্রগুলো বেশ চ্যালেঞ্জিং। মাঝে আমি অভিনয়ে অনিয়মিত থাকলেও এখন চেষ্টা করছি নিজের পেশায় নিয়মিত থাকতে। সবার সহযোগিতা নিয়েই ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।’ এদিকে তানজিকা অভিনীত তানিয়া আহমেদ পরিচালিত ‘গুডমর্নিং লÐন’ চলচ্চিত্রটি রয়েছেন মুক্তির অপেক্ষায়। পাশাপাশি আবুল হায়াত পরিচালিত ধারাবাহিক নাটক ‘আকাশের ওপারে আকাশ’ এনটিভিতে, সালাহ উদ্দিন লাভলুর ‘ভিলেজ ইঞ্জিনিয়ার’ আরটিভিতে, হৃদি হকের ‘শেষ বিকেলের গান’ এনটিভিতে, অরন্য আনোয়ারের ‘দহন’ এটিএন বাংলায় এবং ইমরাউল রাফাতের ডেইলি সোপ ‘কলিং বেল’ দেশ টিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। ৫ মার্চ জন্ম নেয়া রাজশাহীর মহিষবাতানের মেয়ে মিডিয়াতে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট। তবে আগামীদিনগুলোতে নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে যাবার জন্য ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে ইচ্ছুক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন