স্টাফ রিপোর্টার : একক নাটকে এবং সিনেমায় মম’কে দেখা গেলেও এখন আর ধারাবাহিক নাটকে মম’র কাজ করায় কোন আগ্রহ নেই। গত বছর তাকে সর্বশেষ একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে। তারপর থেকে তিনি আর নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না। কেন করছেন না? এমন প্রশ্নের জবাবে মম বলেন, ‘এক কথায় বলতে গেলে ধারাবাহিক নাটকের গল্পে কোনো ধারাবাহিকতা থাকে না। গল্প কোন দিক থেকে কোন দিকে যায়, তার কোনো ঠিক থাকে না। তাই এ ধরনের ধারাবাহিকে কাজ করার কোন আগ্রহ নেই আমার।’ তবে গল্পে কিছুটা ধারাবাহিকতা ছিল বলে গত বছর সকাল আহমেদ’র নির্দেশনায় ‘দ্বিতীয় কুসুম’ নামের একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছিলেন মম। আপাতত এর নির্মাণ কাজ বন্ধ আছে। আসছে ঈদের পর আবারো মম এই ধারাবাহিকের শুটিং করবেন বলে জানান। এদিকে মম নতুন একক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া আগস্টে শুরু হচ্ছে তার নতুন চলচ্চিত্র তানিম রহমান অংশু’র নির্দেশনায় ‘স্বপ্নবাড়ি’। এতে তার বিপরীতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন। উল্লেখ্য, ‘লাক্স চ্যানেলআই’ সুপারস্টার-এর মাধ্যমে মম অভিনয় জগতে প্রবেশ করেন। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিলো এজাজ মুন্না’র ‘নীড়’। এটি এনটিভিতে প্রচার হয়। সর্বশেষ তিনি শিহাব শাহীনের নির্দেশনায় ‘ভালোবাসার চতুষ্কোণ’ ধারাবাহিকে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন অপূর্ব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন