আসন্ন তৃতীয় মৌসুমের পর জেনিফার লোপেজ প্রযোজিত ও অভিনীত পুলিশ ড্রামা সিরিজ ‘শেডস অফ ব্লু’ শেষ হবে। সিরিজটি এনবিসি নেটওয়ার্কে প্রচারিত হয়।
এই সিরিজে লোপেজ নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা হার্লি স্যান্টোসের ভূমিকায় অভিনয় করেন আর তার বস লুটেনেন্ট ম্যাট ওজনিয়াকের ভূমিকায় আছেন রে লিয়োটা।
“আমি এই জটিল সিরিজটি প্রযোজনা এবং এতে অভিনয় করা খুব উপভোগ করেছি। চরিত্রটির ত্রুটি আছে, এছাড়া সে নারী, একজন ডিটেকটিভ, সবচেয়ে বড় কথা সে একজন মা, এটি সবার জন্য খুব অনুপ্রেরণাদায়ক,” লোপেজ বলেন।
“দূর থেকে দেখলে আমি বলতে পারি, হার্লি আমাকে শক্তি দিয়েছে, একজন আত্মবিশ্বাসী নারী হিসেবে চলার পথ দেখিয়েছে। অবাক লাগে এর কিছু বিষয় আমাকে কিভাবে প্রভাবিত করেছে এবং আমাকে বদলে দিয়েছে। আমি এজন্য কৃতজ্ঞ। আমরা কাব্যের মত তিনটি মৌসুম তৈরি করেছি। আমাদের যাত্রা শেষ হতে যাচ্ছে,” তিনি আরও বলেন।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন ড্রেয়া ডি ম্যাটিও, ডেয়ো ওকেনিয়ি, ভিনসেন্ট লারসেকা, হ্যাম্পটন ফ্লুকার এবং স্যারা জেফরি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন