শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইসরাইলি দখলদারিত্ব অবসানে সম্মিলিত প্রচেষ্টা চায় ন্যাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফিলিস্তিনি ভূখন্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য দেশগুলো সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছে। আজারবাইজানের রাজধানী বাকুতে গত শুক্রবার বিকালে ন্যামের পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় এ আহ্বান জানানো হয়। ঘোষণায় ইসরাইল অনুসৃত অবৈধ নীতি ও ইহুদি বসতি নির্মাণের নিন্দা এবং সমালোচনা করা হয়েছে। এছাড়াও, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধরপাকড়, হত্যাযজ্ঞ, জেল-জুলুম এবং স্বাভাবিক জনজীবনে বাধা সৃষ্টির প্রতিবাদ জানানো হয়। ন্যামের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ১৯৬৭ সালের যুদ্ধের পর ইহুদিবাদী ইসরাইল যেসব এলাকা দখল করেছে তা থেকে অবশ্যই তেল আবিবকে সরে যেতে হবে। এছাড়াও, গত ৩০ মার্চ ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ-প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী সেনাদের হত্যাযজ্ঞেরও নিন্দা জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ধরনের অপরাধ তৎপরতা বন্ধের জন্য ন্যামের পররাষ্ট্রমন্ত্রীরা তেল আবিবের প্রতি আহ্বান জানান। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন