শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যৌতুকের টাকা না পেয়ে রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ায় সোনিয়া বেগম নামে গৃহবধূর উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সোনিয়া বেগম জানান, গত ৮ বছর পূর্বে পিতলগঞ্জ এলাকার আজু মিয়া ছেলে পনির মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী পনির মিয়া গৃহবধু তার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবী করে আসছেন। বিয়ের এক বছর পর ১ লাখ টাকা পরিশোধও করেন। তাদের কোলজুড়ে ওমড় সিদ্দিক ও ওসমান গণি নামে দু’টি ছেলে সন্তানের জন্ম হয়। বেশ কিছু দিন ধরেই ফের পনির মিয়া আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। গৃহবধূ সোনিয়া আক্তার তার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে পনির মিয়া ও তার পরিবারের লোকজন গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেযেছি । তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন