শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর নির্যাতন

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরার শালিখা যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার হয়ে নাছিমা খাতুন (৩০) নামের এক গৃহবধু মাগুরা আদালতে চার জনকে আসামি করে যৌতুক নিরোধ আইনের একটি মামলা দায়ের করেছে। চার মাস আগে মামলা করা হলেও এ পর্যন্ত আসামিরা আদালতে হাজির হয়নি বলে জানা গেছে। নাছিমা খাতুন উপজেলা সদর আড়পাড়া পূর্ব পাড়া গ্রামের মৃত ওয়াহেদ মোল্যার মেয়ে। গত ২০০৭ সালের ৮ মার্চ মাগুরার সদর উপজেলার ঘোড়া নাচ গ্রামের মৃত সবুর শিকদারের ছেলে মোঃ আমিনুর রহমানের সাথে বিয়ে হয়। বিয়ের পরে তাদের কোলে একটি প্রতিবন্দী কন্যা সন্তানের জন্ম হয়। এর পর থেকেই ওই গৃহবধূকে ভরণ পোশণ না দিয়ে ৫০হাজার টাকা যৌতুক চেয়ে একের পর এক বিভিন্ন তালবাহানা করে তার স্বামী নির্যাতন করতে থাকে। তার নির্যাতনের হার দিন দিন বাড়তে থাকায় নিরুপায় হয়ে শালিখা উপজেলার আড়পাড়া ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্র ভোরণ পোষনের দাবিতে একটি অভিযোগ করে। তাতেও কোন ফল না পেয়ে মাগুরা আদালতে স্বামী মোঃ আমিনুর রহমান, শাশুড়ী রোকেয়া বেগম, নুন্দায় মোঃ টুকু মিয়া, ননদ সাহিদা খাতুনকে আসামি করে যৌতুক নিরোধ আইনের ৪ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়। কিন্তু আদালতে একের পর এক হাজিরার তারিখ পড়লেও আসামিরা আইনের তোয়াক্কা না করে কোর্ট অমান্য করে চলেছে বলে মামলার বাদি নাছিমা খাতুন জানান। তিনি আরো বলেন, স্বামী আমিনুর রহমান গত দুই বছর যাবৎ তার প্রতিবন্দী সন্তানের ভোরণ পোষণ এমনকি কোন খোঁজ রাখেনা। মৃত বাবার বাড়ীতে সন্তানকে নিয়ে খেয়ে না খায়ে জীবনযাপন করছে ওই গৃহবধূ। এ ব্যাপারে অসহায় গৃহবধু নাছিমা খাতুন সরকারের উর্ধতন কর্তৃপক্ষসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন