রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইকবাল কোরশেদের আবৃত্তি বিষয়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স-এ আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ রচিত আবৃত্তি বিষয়ক গ্রন্থ ‘কবিতা ও আবৃত্তির কথা’র প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটি নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সাহিত্যিক আখতার হুসেন, অধ্যাপক আহমেদ রেজা এবং সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার। ‘কবিতা ও আবৃত্তির কথা’ বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন। মূর্ধন্য প্রকাশনীর প্রকাশক সঞ্জয় মজুমদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনার ফাঁকে ফাঁকে গ্রন্থের অংশবিশেষ পাঠ করেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ সাত্তার কল্লোল, সুপ্রভা সেবতী এবং কাজী বুশরা আহমেদ তিথি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী মীর মাসরুর জামান রনি।
ছবিঃ ইকবাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন