সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বুশদের বাড়িতে সউদী যুবরাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্র সফরে থাকা সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার দেশটির সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশের সান্নিধ্যে এসেছেন। বুশদের টেক্সাসের বাড়িতে গিয়ে দেখা করেন সউদী যুবরাজ। এ সময় তিনি সঙ্গে করে নিয়ে যান নিজের ভাই ওয়াশিংটনে নিযুক্ত সউদী রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমানকে। সাক্ষাৎপর্বের পর সিনিয়র বুশ এক টুইটবার্তায় বলেন, দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব উদযাপন করার সুযোগ পেয়ে তিনি অভিভূত ও আনন্দিত। সিনিয়র বুশ ছিলেন দেশটির ৪১তম প্রেসিডেন্ট। তার আমলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হস্তক্ষেপ করেন। সউদী আরবেও হামলার হুমকি দিয়েছিলেন তিনি। এর পর ইরাকের বিরুদ্ধে বুশ অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু করেন। এতে প্রায় ৫০ হাজার ইরাকি নিহত হয়েছিলেন। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সিনিয়র বুশের সাক্ষাতের সময় তার ছেলে যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট
জর্জ ডবিøউ বুশ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিম বাকের উপস্থিত ছিলেন। আল অ্যারাবিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
মারুফ ৯ এপ্রিল, ২০১৮, ১০:০২ এএম says : 0
তার রুচি দেখে আমি অবাক হচ্ছি
Total Reply(0)
বাতেন ৯ এপ্রিল, ২০১৮, ১:৩২ পিএম says : 0
ফিলিস্তিনীদের দেখতে যাওয়া বা তাদের খোঁজ নেয়ার সময় এরা পান না।
Total Reply(0)
সাব্বির ৯ এপ্রিল, ২০১৮, ১:৩৪ পিএম says : 0
সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশের ইতিহাস কী ভুলে গেছেন ?
Total Reply(0)
নাসির ৯ এপ্রিল, ২০১৮, ১:৩৪ পিএম says : 0
হে আল্লাহ তুমি সকল মুসলমানকে সঠিক পথ দেখাও
Total Reply(0)
নাহিদ ৯ এপ্রিল, ২০১৮, ১:৩৬ পিএম says : 0
সউদী আরব আমাদের কাছে সবচেয়ে প্রিয় স্থান। তাই এখানকার মানুষগণকে আমরা ভাগ্যবান মনে করি। কিন্তু বর্তমান শাসকরা যা করছেন তা দেখে আমরা সত্যি হতাশ
Total Reply(0)
রাশেদ ৯ এপ্রিল, ২০১৮, ১:৩৭ পিএম says : 0
কেউ কী বলতে পারেন সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশের সাথে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাহেবের কী কাজ থাকতে পারে ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন