মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাইডেনের অভিষেকে থাকবেন জর্জ বুশ

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হচ্ছে গণতন্ত্রের প্রতীক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও কমালা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাবিøউ বুশ। মঙ্গলবার জর্জ বুশের চিফ অব স্টাফ ফ্রাডি ফোর্ড এ তথ্য জানান। এক টুইটে ফ্রাডি ফোর্ড বলেন, ‘প্রেসিডেন্ট এবং মিসেজ বুশ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে ক্যাপিটলে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।’ তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের প্রতীক হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এক্ষেত্রে কখনো ব্যত্যয় ঘটতে দেখা যায়নি। তবে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটা একটা খোঁচা বলে মনে করা হচ্ছে এবং তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা নিশ্চিত নয়। উল্লেখ্য, এবার অষ্টমবারের মতো রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জর্জ ডাবিøউ বুশ। টুইটার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন