চলতি ২০১৭-১৮ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির হিসাবে, আগামী বছর এ হার হতে পারে ৭ দশমিক ২ শতাংশ।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এডিবির পক্ষ থেকে এ হিসাব তুলে ধরা হয়।
এডিবির সংবাদ সম্মেলনে সরকারি হিসাব, বিশ্বব্যাংকের হিসাব ও এডিবির হিসাবের বিষয়ে জানতে চাইলে সংস্থাটির এ দেশীয় পরিচালক মনমোহন প্রকাশ বলেন, তথ্য-উপাত্তের পার্থক্যের কারণে পরিসংখ্যান ভিন্ন হতে পারে। তবে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, এটাই বড় কথা। তিনি বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধি অনেক বড়।
সংবাদ সম্মেলনে এডিবির আবাসিক মিশনের অর্থনীতিবিদ সুন চ্যান হং বলেন, বাংলাদেশের অর্থনীতির গতি ধরে রাখতে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে হবে। রপ্তানিতে পণ্য সংখ্যা বাড়াতে হবে।
অবশ্য পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব তুলে ধরে বলছে, এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। এ হিসাব নিয়ে গত সোমবার প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, বিনিয়োগের হার বাড়লে এত প্রবৃদ্ধি কোথা থেকে এল। তাদের মতে, এ বছর প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন