ইচ্ছাপ্রকাশ করেও পিছু হটলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এবার তিনি নিজের দেশে ফেরার পরিকল্পনা বাতিল করলেন। পাকিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না বলে জানালেন তিনি। কিছুদিন আগেই তিনি দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিয়েছিলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শহিদ আব্বাস খাক্কান সরকারের কাছে। এমনকী নিরাপত্তা পেলে তবেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন। যা খারিজ করে দেওয়া হয় পাক প্রশাসনের পক্ষ থেকে। পারভেজ মোশারফের বিরুদ্ধে পাকিস্তানের বিশেষ আদালতে বিশ্বাসঘাতকতার মামলা চলছে। সেখানে তার উপস্থিত হওয়ার কথা ছিল। এবার নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে দেশে ফেরার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। যা নিছকই বিচার প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কৌশল বলে মনে করছেন পাকিস্তানের রাজনীতিবিদদের একাংশ। এক্সপ্রেস ট্রিবিউন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন