বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ এবং বাড়তি যানবাহনের চাপে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলগামী যানবাহনের দীর্ঘ লাইন জমে গেছে।
শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীবাহী বাস ও ট্রাক মিলে প্রায় দুই শতাধিক যানবাহন জমে যায়। এছাড়া মধ্যরাত থেকে আবার দূরপাল্লার যানবাহনের চাপ বাড়তে থাকে। ওই চাপ সামাল দেওয়ার আগেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলগামী ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বাড়তে শুরু করায় যানবাহনের দীর্ঘ লাইন জমে যায়।
যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ থাকার কারণে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। শুধু জরুরি পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাটের ট্রাক টার্মিনাল ও মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ট্রাকগুলো অপেক্ষমাণ রয়েছে।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ক্রুটির কারণে মেরামতে রয়েছে দুইটি ফেরি। তবে অপেক্ষমাণ যানবাহনের নির্দিষ্ট পরিমাণ জানাতে পারেননি মহিউদ্দিন রাসেল।
এদিকে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত অপেক্ষমাণ যানবাহনের লাইন দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন