বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পাঁচ) মুনযের ইবনে ছাদির নামে-
এ চিঠি পৌঁছানোর জন্য দূত হিসেবে সালীত ইবনে আমর আমেরিকে মনোনীত করা হয়। হযরত সালীত সীলমোহর লাগানো এই চিঠি নিয়ে ইয়ামামার শাসনকর্তা হাওযার দরবারে পৌঁছেন। হাওযা তাকে নিজের মেহমান হিসেবে গ্রহণ করে মোবারকবাদ দেন। হযরত সালীত চিঠিখানি শাসনকর্তাকে পড়ে শোনান। তিনি মাঝামাঝি ধরণের জবাব দেন। এরপর আল্লাহর রসূলের কাছে লিখিত জবাব দেন।
জবাব নি¤œরুপ।
‘আপনি যে জিনিসের দাওয়াত দিচ্ছেন, তার কল্যাণময়তা ও শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত।
আরবদের ওপর আমার প্রভাব রয়েছে। কাজেই আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিন, আমি আপনার আনুগত্য করবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন