কমেডি ফিল্ম ‘ব্লকার্স’ পরিচালনা করেছেন কে ক্যানন। এটি পরিচালক হিসেবে তার প্রথম ফিল্ম হলেও তিনি এর আর বেশ কিছু ব্লকবাস্টার ফিল্ম প্রযোজনা করেছেন। জুলি (অবরি ম্যাগুয়ার), কেয়লা (নুর অ্যানা মেহার) আর স্যাম (গিডিয়ন অ্যাডলন) তিন হাই স্কুল সিনিয়র। তিনজন মিলে চুক্তি করে তারা তাদের প্রম রাতে কৌমার্য হারাবে। লিসা (লেসলি ম্যান), মিচেল (জন সেনা) আর হান্টার (আইক বেরিনহট্স) এই তিনজনের বাবা বা মা। তারা তাদের মেয়েদের বরাবর আগলে রাখে। তারা তিন মেয়ের চুক্তির কথা জানতে পারে আর তারাও চুক্তি করে যে করেই হোক মেয়েদের এই পরিকল্পনা বাস্তবে রূপ পেতে দেবে না। লিসা, মিচেল আর হান্টারের বন্ধুত্ব হয়েছিল সেই দশ বছর আগে যেদিন তারা মেয়েদের স্কুলে ভর্তি করায়। আর আজ তাদের মেয়েরা হয়েছে ঘনিষ্ঠ বন্ধু। মেয়েরা যে করেই হোক তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে আর বাবা আর মায়েরাও যে কোনও মূল্যে তা রুখবে বলে শপথ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন