সাব টিভির সিটকম (সিচুয়েশন কমেডি) সিরিজ ‘উও তেরি ভাবি হ্যায় পাগলে’র আগামী কয়েক পর্বে এক গø্যামারাস তরুণীর ভ‚মিকায় দেখা যাবে অভিনেত্রী মোনাজ মেবাওয়ালাকে। মোনাজ বর্তমানে তিনি ডিজনি চ্যানেলের ‘মান না মান ম্যায় তেরা মেহমান’ সিরিজে অভিনয় করছেন।
“আগামী কয়েক পর্বে মোনাজকে এক গø্যামারাস মারাঠি তরুণীর ভ‚মিকায় দেখা যাবে। সে দাবি করবে যে সে নাথুর (আলি আসগর) স্ত্রী এবং তাকে সে ভোলাবার চেষ্টা করবে,” সিরিজের সঙ্গে যুক্ত এক সূত্র বলেছে।
মোনাজ তার অন্তর্ভুক্ত হবার কথা নিশ্চিত করতে গিয়ে বলেছেন, “সিরিজটিতে অন্তর্ভুক্ত হয়ে খুব ভালো লাগছে। এই প্রথম আমি একজন মারাঠি মেয়ের ভ‚মিকায় অভিনয় করছি এবং আমি নওবারি শাড়ি। আমি এর আগেও অপটিমিক্সের সঙ্গে কাজ করেছি সুতরাং এটা আমার জন্য বাড়ি ফেরার মতো। আমি এছাড়াও আলির সঙ্গে ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ নামে একটি আটকে কাজ করছি,” তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন